Back to photostream

ট্রাকের পিছনে horn ok please কেন লেখা থাকে । why truck horn ok please is written behind the truck

ট্রাকের পিছনে horn ok please কেন লেখা থাকে । why indian truck thule horn ok please is written behind the truck horn ok please,truck horn,indian truck,horn sound,thule,ok please,horn ok,horn please রাস্তায় বেরোলেই বাস-লরির পেছনে আকছাড় চোখে পড়ে খুব ‘কমন’ একটি লেখা। সেটি হল, HORN-OK-PLEASE । কখনও ভেবে দেখেছেন কেন এমন লেখা ? আজ ‘জনমত’ জানাবে সেই তথ্য। বড় বড় ট্রাকের পেছনে লেখা HORN-OK-PLEASE । কী অদ্ভুত, ট্যাক্সিতেও লেখা তাই! লেখাটি যথেষ্ট বড় হরফে। বোঝাই যায়, পেছনে থাকা গাড়ির চালকের দৃষ্টি আকর্ষণ করতেই বেছে নেওয়া হয়েছে এই বড় হরফের লেখাকে। যে শব্দ ৩টি লেখা থাকে, তার এক ঝলকে কোনও মানে বের করা এক কথায় অসম্ভব। কিন্তু কেন লেখা থাকে ইংরাজি এই তিন শব্দ ? কী ভাবেই বা উৎপত্তি হল এই তিন শব্দের? এখনকার মতো হাইওয়ে আগে এত চওড়া ছিল না। এক লেনেই চলত যাওয়া-আসার গাড়ি। ফলে ওভারটেক করতে গিয়ে বিপদ বাড়ত পিছেনের গাড়ির। তাই মুশকিল আসান করতে ট্রাকের পিছনে HORN-OK-PLEASE লেখা শুরু হয়। যেখানে OK শব্দের গায়ে লাগানো থাকত একটি বাল্ব। ওভারটেক করার আগে হর্ন বাজাত পিছনের গাড়ি। যা শুনে সামনে গাড়ি আসছে কিনা জানিয়ে দিত আগের ট্রাক। ওপর দিকে গাড়ি বা বিপদ না থাকলে বাল্ব জ্বালিয়ে ইশারা করত আগের চালক। সেই থেকেই HORN-OK-PLEASE –এর চলন। এখন যদিও এই লেখাকে কেবল ঐতিহ্য বলেই মনে করে ট্রাক চালকরা। এই তিন শব্দের পিছনে প্রচলিত রযেছে আরও একটি কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকাল পড়ে জ্বালানির। সেই সময় পণ্যবাহী গাড়ি চালাতে ভরসা ছিল কেরোসিন। সেক্ষেত্রে সমস্যা ছিল একটাই। কেরোসিন খুব দাহ্য হওয়ায় ছিল ভারী বিপজ্জ্নক। তাই সেনার ট্রাকের পেছনে HORN-OK-PLEASE লেখা হত। এখানে OK শব্দের অর্থ অন কেরোসিন। ওভারটেক করতে গিয়ে পিছনের গাড়ি কোনওভাবেই যাতে ট্রাকে ধাক্কা না মারে তাই লেখা হত এই সতর্কবার্তা। কারণ এই ধাক্কার ফলে সহজেই ঘটে যেতে পারত বিস্ফোরণ। এখানেই শেষ নয়। এই তিন শব্দের পিছনে রয়েছে আরও একটি কারণ। লক্ষ্য করলে দেখা যাবে, ট্রাকে তিনটি ইংরাজি শব্দের মধ্যে OK শব্দটি লেখা একটু বড় হরফে। সায়েন্স মেনেই এই কারিগরি করেছিল সেনাবাহিনী। কোনও পিছনের গাড়ি ট্রাকের খুব সামনে চলে এলে ঝাপসা হয়ে যাবে OK শব্দটি। তাই তিন শব্দের মাঝে বড় করে লেখা হয়েছিল OK। কিন্তু ট্রাক থেকে গাড়ি নিরাপদ দূরত্ব থাকলে চালক সহজেই পড়তে পারতেন শব্দটি। বুঝতে পারতেন নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছেন তিনি। #hornokplease #truck horn #hornsound #thule #okplease #horn ok #horn please FOLLOWING twitter--https://twitter.com/SujanDa0154 FOLLOWING FACEBOOKPAGE--http://bit.ly/2VWo3oC REDDIT--http://bit.ly/2LCEAu0 Tumblr-http://bit.ly/2VTXDE1 -------------special offers for you in amazon buy frist now ---------- mobile phone---https://amzn.to/2M1rtlR reconding headphone ---https://amzn.to/2LXgtpr buy laptop---https://amzn.to/2MuIBNa mobile--https://amzn.to/2PlnHSc women dress--https://amzn.to/2wwqM9k men dress--https://amzn.to/2wlhb5x headphone -https://amzn.to/2L7aEQ

573 views
0 faves
0 comments
Uploaded on June 15, 2019