HasinHayder
lights
বনানী ওভার পাসের এই ফটোটা তোলার জন্য উদ্বোধনীর এক দুই দিন আগে আমি, তানভীর আর ফেরদৌস মিলে গিয়েছিলাম। গার্ড তো তুলতেই দিবে না, বলে "মামা তোলা নিষেধ" - এদিকে এই ছবি না তুললে মনের ভিতরটা সেইরকম উসখুস করছিল। কারন উদ্বোধনী হয়ে গেলে এত শান্ত, নীরব পরিবেশ পাওয়া যাবে না, আর একটা বাতি যদি ফিউজ হয়ে যায় তাহলে পুরো ছবিটার মজাই নষ্ট। শেষ পর্যন্ত আমরা ঠিকই তুলে এনেছিলাম ছবিটা। গার্ড কে অনেক রিকোয়েস্ট করে সময় পেয়েছিলাম দুই মিনিটের মত
lights
বনানী ওভার পাসের এই ফটোটা তোলার জন্য উদ্বোধনীর এক দুই দিন আগে আমি, তানভীর আর ফেরদৌস মিলে গিয়েছিলাম। গার্ড তো তুলতেই দিবে না, বলে "মামা তোলা নিষেধ" - এদিকে এই ছবি না তুললে মনের ভিতরটা সেইরকম উসখুস করছিল। কারন উদ্বোধনী হয়ে গেলে এত শান্ত, নীরব পরিবেশ পাওয়া যাবে না, আর একটা বাতি যদি ফিউজ হয়ে যায় তাহলে পুরো ছবিটার মজাই নষ্ট। শেষ পর্যন্ত আমরা ঠিকই তুলে এনেছিলাম ছবিটা। গার্ড কে অনেক রিকোয়েস্ট করে সময় পেয়েছিলাম দুই মিনিটের মত