Back to gallery

My poem,nij haate neejeshsho bhashay tule dhorlam.

 

Description ,বাস্তবিকভাবেই তুমি আমার কাছ থেকে হারিয়ে গেছো।কিন্ত আমার মন কখনই বলে না যে,আমি তোমার কাছ থেকে হারিয়ে গেছি।

সুখ কি আমি দেখেছি-তুমি জন্মলগ্ন থেকেই আমাকে শিখিয়েছিলে,ভালোবাসা কাকে বলে!কি করে ভালোবাসা দিতে হয়/কি করে ভালোবাসা নিতে হয়।আমার বাংলা/আমার মা/আমার মাটি।

তোমাকে ভালোবেসে আমি জেনেছি-ভালোবাসার রঙ/স্বরূপ কি হতে পারে।

ইচ্ছে করে সব কটি রঙ খুঁজে পেতে।একটিবার কি দেখার সুযোগ হবে?তুমি কি চাইবে-চলার পথের সব জটিলতাকে কিছু সময়ের জন্যে দুরে সরিয়ে রেখে মুখোমুখি হতে? সেই চির সবুজের দেশ বাংলাদেশ।

আমি চাইছি,সেই পুকুর ভরা মাছ,গোলা ভরা ধান,বাগানে বাগানে বাহারি ফলের গাছ............।

আমি ফিরে পেতে চাই-আতীব্র ভালোবাসায় ধরে রাখতে চাই, চোখেতে আমার। Monday13:10

 

8,100 views
8 faves
28 comments
Uploaded on April 5, 2011