Back to photostream

Cresting Extract/ সুখটান!

পথের মানুষ, রিক্সাওয়ালা 'জালাল মিয়া' কে বললাম,

- একটা সুখটান দেন ছবি তুলি!

হাসতে হাসতে সে এই টানটি দিল! বেশী ধোঁয়া বের করতে পারলো না! ঠাট্টা করতে করতে বললে,

- বিড়ি খাবি খা, মারা যাবি যা! আমি তাড়াতাড়ি মরুম তো তাই সব ধোঁয়া খাইয়া ফেলাইছি!

-------------------

 

বাঁচার গর্বে

মাটিতে তার পা পড়ছিল না ব’লে

 

গান গাইতে গাইতে

আমরা তাকে সপাটে তুলে দিয়ে এলাম

আগুনের দোরগোড়ায়

 

লোকটার জানা ছিল কায়কল্পের জাদু

ধুলোকে সোনা করার

ছুঁ-মন্তর

– সুভাষ মুখোপাধ্যায়

2,529 views
6 faves
2 comments
Uploaded on July 21, 2018