Do Not Forget Allah
সহীহ্ বুখারী, ইলম (ধর্মীয় জ্ঞান)
ইবনু ‘উমার (রাযি.) হতে বর্নিতঃ নবী (সঃ) একদা বললেনঃ "গাছ-গাছালির মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না। আর তা মুসলিমের উদাহরণ। তোমরা আমাকে বলো, সেটি কী গাছ?’ রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছ-গাছালির নাম ধারণা করতে লাগল। ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, 'আমার ধারণা হলো, সেটা হবে খেজুর গাছ।'
কিন্তু আমি (ছোট থাকার কারনে) তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ (রাঃ) বললেন, 'হে আল্লাহ্র রাসূল! আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ?'
তিনি (সঃ) বললেনঃ 'তা হচ্ছে খেজুর গাছ।'
সহীহ্ বুখারী, ইলম (ধর্মীয় জ্ঞান)
ইবনু ‘উমার (রাযি.) হতে বর্নিতঃ নবী (সঃ) একদা বললেনঃ "গাছ-গাছালির মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না। আর তা মুসলিমের উদাহরণ। তোমরা আমাকে বলো, সেটি কী গাছ?’ রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছ-গাছালির নাম ধারণা করতে লাগল। ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, 'আমার ধারণা হলো, সেটা হবে খেজুর গাছ।'
কিন্তু আমি (ছোট থাকার কারনে) তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ (রাঃ) বললেন, 'হে আল্লাহ্র রাসূল! আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ?'
তিনি (সঃ) বললেনঃ 'তা হচ্ছে খেজুর গাছ।'