Back to photostream

ঈদ মুবারাক ( EiD mubarak )

Location: Crystal Mosque, Kuala Terengganu, Terengganu, Malaysia.

 

 

আস-সালামু-আলাইকুম ।

সকল ফটোগ্রাফার,লেখক,পাঠক,ভিজিটর ও শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি অকৃত্রিম ঈদের শুভেচ্ছা।

ব্লগের বন্ধুদের ঈদ মোবারক, এই ঈদে সবাই যেন তাদের পরিবার নিয়ে সকল সুখ দুঃখ ভাগাভাগি

করে সুখে শান্তিতে ঈদ উ্দযাপন করতে পারেন সেই দোয়া রইল।

 

*. / \ .˛* .˛.*.★* *★ 。*☾*

°* /.♫.\*˛.* ˛_______. * ˛*

˛°. /• '♫ '\.˛*. /______/~\\*.˛*.。˛* ˛. *。

*˛╬╬╬╬╬˛°.|田田 |門|╬╬╬╬ .

´¯˜"*°••°*"˜ ¯` ´¯˜"*°´¯˜"*°••°*"˜¯`´¯

 

ঈদের প্রকৃত অর্থ :

 

শুধু দামী পোশাক, রঙ্গিন জামা, হরেক রকম সুস্বাদু খাবার আর নানা ধরণের আনন্দ-উৎসবের নাম ঈদ নয়। ঈদের উদ্দেশ্য কি তা আল্লাহ তা’আলা নিন্মোক্ত আয়াতের মাধ্যমে প্রকাশ করেছেন:

 

وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

 

”আর যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করতে পার এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন, তার জন্যে তোমরা আল্লাহর মমত্ব প্রকাশ কর এবং তাঁর কৃতজ্ঞতা হও ।” (সূরা বাকারাঃ ১৮৫) এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে, ঈদের উদ্দেশ্য হল দুটি:

•১) আল্লাহর বড়ত্ব মমত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা।

•২) আল্লাহ যে নেয়ামত দান করেছেন তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা।

 

"তাকব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম”

আল্লাহ যেন আমাদের ভালো কাজগুলো এবং আপনাদের ভালো কাজগুলো কবুল করেন।

 

ঈদের বিধিবিধান সম্পর্কে বিস্তারিত জানতে : ঈদের বিধিবিধান প্রবন্ধটি নিজে পড়ুন এবং শেয়ার করুন ।

===============================================

সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন ছবি ব্যবহার করা

সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।

© All Rights Reserved

Please seek my consent to publish it anywhere.

:::::::::::::: [RAZU] ::::::::::::::

jakirrazu@hotmail.com

Mobile no: 006 0163080112

===============================================

Face Book

 

18,728 views
20 faves
53 comments
Uploaded on October 23, 2012
Taken on May 1, 2011