Pritom Partha
Call for prayer
হে নামাজী ! আমার ঘরে নামাজ পড় আজ।
দিলাম তোমার চরণ-তলে হৃদয়-জায়নামাজ।।
আমি গুনাহগার বে-খবর,
নামাজ পড়ার নাই অবসর
(তব) চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ।।
তোমার ওজুর পানি মোছ আমার পিরান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।
যে শয়তানের ফন্দিতে ভাই,
খোদায় ডাকার সময় না পাই
সেই শয়তান যাক দূরে,
শুনে তকবীরের আওয়াজ।।
হে নামাজী ! আমার ঘরে নামাজ পড় আজ
রাগ : মালবশ্রী, তাল : কাহার্বা
আদি রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ,
ব্রুনেই দারুসসালাম।
ডিভাইসঃ নাইকন ডি৯০
Call for prayer
হে নামাজী ! আমার ঘরে নামাজ পড় আজ।
দিলাম তোমার চরণ-তলে হৃদয়-জায়নামাজ।।
আমি গুনাহগার বে-খবর,
নামাজ পড়ার নাই অবসর
(তব) চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ।।
তোমার ওজুর পানি মোছ আমার পিরান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।
যে শয়তানের ফন্দিতে ভাই,
খোদায় ডাকার সময় না পাই
সেই শয়তান যাক দূরে,
শুনে তকবীরের আওয়াজ।।
হে নামাজী ! আমার ঘরে নামাজ পড় আজ
রাগ : মালবশ্রী, তাল : কাহার্বা
আদি রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ,
ব্রুনেই দারুসসালাম।
ডিভাইসঃ নাইকন ডি৯০