Shobd0_BhooK ( BUSY)
" Hi High" ( in Toronto)
" ফিরে যাবো অরণ্যে''
আমি আজ ঘরে ফিরে যাবোনা
ওই দেয়ালঘেরা বাড়ীর নির্দিষ্ট গন্তব্যে,
সে ঘরতো আমার ঘর নয় !
আদিম যুগের বর্বর রক্ত আমার শরীরে,
সভ্যতার মুখোশে কতটা শুদ্ধ করতে পেরেছি নিজকে !
পৈশাচিক স্বার্থপরতায় আমি-
ছিড়ে খুঁড়ে খাই অন্যের সুখের পুষ্ট ফসল !
চকিতে কখনো মুখোশ সরে যাওয়া বীভৎস এ মুখ,
লোভাতুর বন্যতায় উদভ্রান্ত !
নিরেট পৃথিবীর যেমন শেষ কোন গন্তব্য নেই,
আমরও তেমনি ।
আমি ফিরে যেতে চাই অরন্যে-
আদিম যুগে, আমার পুরনো বাসস্হানে ।
J.Rahman
" Hi High" ( in Toronto)
" ফিরে যাবো অরণ্যে''
আমি আজ ঘরে ফিরে যাবোনা
ওই দেয়ালঘেরা বাড়ীর নির্দিষ্ট গন্তব্যে,
সে ঘরতো আমার ঘর নয় !
আদিম যুগের বর্বর রক্ত আমার শরীরে,
সভ্যতার মুখোশে কতটা শুদ্ধ করতে পেরেছি নিজকে !
পৈশাচিক স্বার্থপরতায় আমি-
ছিড়ে খুঁড়ে খাই অন্যের সুখের পুষ্ট ফসল !
চকিতে কখনো মুখোশ সরে যাওয়া বীভৎস এ মুখ,
লোভাতুর বন্যতায় উদভ্রান্ত !
নিরেট পৃথিবীর যেমন শেষ কোন গন্তব্য নেই,
আমরও তেমনি ।
আমি ফিরে যেতে চাই অরন্যে-
আদিম যুগে, আমার পুরনো বাসস্হানে ।
J.Rahman