Back to gallery

সেই গল্পটা ...

আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি

শোন,পাহাড়টা, আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে

আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে

বানিয়ে ফেলেছিল ছাব্বিশ বছরের ছোকড়া।

সে তো আগেই শুনেছো

সেদিন ছিল পাহাড়টার জন্মদিন

পাহাড় মেঘকে বলল, আজ তুমি লাল শাড়ি পড়ে আসবে

মেঘ পাহাড়কে বলল, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে

ভালোবাসলে নারীরা হয়ে যায় নরোম নদী

পুরুষরা জ্বলন্ত কাঠ।

সেইভাবেই সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে

পাহাড় ছিল মেঘের ঢেউ জলে

হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের যত ঝম্ফ

ঝাকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের হুমকিতে ছুটে এল এক ঝাঁক হাওয়া

মেঘের আঁচলে টান মেরে বলল

ওঠ ছুঁড়ি তোর বিয়ে।

এখনও শেষ হয়নি গল্পটা

বজ্রের সঙ্গে মেঘের বিয়ে হয়ে গেল ঠিকই

কিন্তু পাহাড়কে সে কোনদিনই ভুলতে পারলো না

বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড়-পাজর

ভেতরে থৈ থৈ করছে শত ঝরনার জল।

... পূর্ণেন্দু পত্রী

8,494 views
14 faves
61 comments
Uploaded on April 9, 2013
Taken on September 19, 2010