Back to gallery

তুমি এখন বাংলাদেশী আমারে কও ইন্ডিয়ান।।

"দুইজনাই বাঙ্গালী ছিলাম - দেখ দেখি কান্ডখান!

তুমি এখন বাংলাদেশী আমারে কও ইন্ডিয়ান।।

দুঃখ কিছু ছিল মনে দুঃখেরে কই 'যাও রে ভাই'

সাঁঝ বেলায় আদরের ডাকে কেমনে বলো মুখ ফিরাই।

চলো মন মা-বাবার ভূমি, দেখি নিজের ভাইবোনে -

শুনছি নাকি তারা আজও এই পাগলের গান শোনে।

দুইজনাই বাঙ্গালী বন্ধু, বাংলা দুইজনারই জান -

তোমার মুখে বাংলা কথা, আমার মুখে বাংলা গান।

দুইজনাই বাঙ্গালী বন্ধু, বাংলা দুইজনারই জান -

দুইয়ের মুখেই বাংলা কথা, দুইয়ের গলায় বাংলা গান।।"

6,440 views
23 faves
20 comments
Uploaded on September 6, 2013
Taken on September 6, 2013