Back to gallery

স্বপ্নে সত্যে মিশিয়ে রচে বিচিত্র রূপকথা ।

 

বিরাট অবুঝ এই সে আদিম মন ,

মানব-ইতিহাসের মাঝে আপ্নারে তার অধীর অন্বেষণ ।

ঘর হতে ধায় আঙন-পানে , আঙন হতে পথে ,

পথ হতে ধায় তেপান্তরের বিঘ্নবিষম অরণ্যে পর্বতে ;

এই সে গড়ে , এই সে ভাঙে , এই সে কী আক্ষেপে

পায়ের তলায় ধরণীতে আঘাত করে ধুলায় আকাশ ব্যেপে ;

হঠাৎ খেপে উঠে

রুদ্ধ পাষাণভিত্তি- ' পরে বেড়ায় মাথা কুটে ।

অনাসৃষ্টি সৃষ্টি আপনগড়া

তাই নিয়ে সে লড়াই করে , তাই নিয়ে তার কেবল ওঠাপড়া ।

হঠাৎ উঠে ঝেঁকে

যায় সে ছুটে কী রাঙা রঙ দেখে

অদৃশ্য কোন্ দূর দিগন্ত-পানে ;

আবছায়া কোন্ সন্ধ্যা-আলোয় শিশুর মতো তাকায় অনুমানে ,

তাহার ব্যাকুলতা

স্বপ্নে সত্যে মিশিয়ে রচে বিচিত্র রূপকথা । -রবীন্দ্রনাথ ঠাকুর

-

2,515 views
33 faves
42 comments
Uploaded on June 28, 2013
Taken on October 27, 2012