Back to photostream

Long promised road

Long promised road

Trail starts at dawn

Carries on to the season's ending

Long promised road

Flows to the source, gentle

force, never ending.

 

 

`ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলিবন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো।'

পথ নিশীথের কালো পর্দার তর্জনী বাড়িয়ে চুপ ক'রে থাকে।

`ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সে-সব গেল কোথায়!'

বোবা পথ কথা কয় না। কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে।

`ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যেসমস্ত চরণপাত একদিন পুষ্পবৃষ্টির মতো পড়েছিল আজ তারা কি কোথাও নেই?'

পথ কি নিজের শেষকে জানে, যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি-উত্সব।

 

(পায়ে চলার পথ - রবীন্দ্রনাথ ঠাকুর)

733 views
2 faves
2 comments
Uploaded on May 19, 2011
Taken on May 11, 2010