Back to photostream

দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ১৫% পর্যন্ত অর্থ বাঁচানোর সুযোগ দারাজ ১১.১১ সেল ইভেন্ট বেশ জোরেশোরেই এগিয়ে চলেছে। অনলাইন সেলের এই মহোৎসবে দারাজের বিভিন্ন পার্টনারদের পক্ষ থেকে দেয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যছাড় ও ক্যাশব্যাক। গত ১১ই নভে

দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ১৫% পর্যন্ত অর্থ বাঁচানোর সুযোগ

 

দারাজ ১১.১১ সেল ইভেন্ট বেশ জোরেশোরেই এগিয়ে চলেছে। অনলাইন সেলের এই মহোৎসবে দারাজের বিভিন্ন পার্টনারদের পক্ষ থেকে দেয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যছাড় ও ক্যাশব্যাক। গত ১১ই নভেম্বর শুরু হয়ে ১১.১১ সেল উৎসব চলবে আগামী ২২শে নভেম্বর পর্যন্ত।

 

এবারের ১১.১১ সেল ক্যাম্পেইনে দারাজ ৫৩ হাজার সেলার ও ব্র্যান্ডকে যুক্ত করতে পেরেছে। এর মধ্যে প্রতিষ্ঠিত ও জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য সংখ্যক দারাজের সাথে ডায়মন্ড, গোল্ড ও সিলভার পার্টনার হিসেবে সম্পৃক্ত হয়েছে। এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যান্ডগুলো তাদের বিভিন্ন পণ্যে দারুন সব মূল্যছাড়ের পাশাপাশি দ্বিগুণ অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতিতে অরিজিনাল বা আসল পণ্য দেবার নিশ্চয়তা দিচ্ছে।

 

নামকরা এসব ব্র্যান্ডের পাশাপাশি অতি পরিচিত কিছু মোবাল ফিন্যান্সিয়াল সার্ভিস (যেমনঃ বিকাশ, নগদ) এবং বেশ কয়েকটি ব্যাঙ্ককেও পেমেন্ট পার্টনার হিসেবে সম্পৃক্ত করেছে দারাজ। এসব পেমেন্ট পার্টনারদের মাধ্যমে পেমেন্টে ক্রেতারা সর্বোচ্চ ১৫% পর্যন্ত অর্থ বাঁচানোর বা সেইভ করার সুযোগ পাচ্ছে।

 

এখানে উল্লেখ্য, এবারের ১১.১১ সেল উৎসবে ক্রেতাদের বড় একটি অংশই অনলাইনে পেমেন্ট করছে অর্থাৎ প্রি-পেমেন্ট অপশনকে বেছে নিয়েছে ক্যাশ অন ডেলিভারি'র পরিবর্তে। ক্রেতার মানসিকতায় এই পরিবর্তন বাংলাদেশের প্রেক্ষাপটে- যেখানে অনলাইন কেনাকাটার প্রায় ৯০ শতাংশই ক্যাশ অন ডেলিভারি’তে হয়ে থাকে- অত্যন্ত ইতিবাচক এবং বাংলাদেশের ই-কমার্স সেক্টরের জন্যেও অত্যন্ত আশাব্যঞ্জক একটি বিষয়।

 

দারাজ পেমেন্ট পার্টনার বিভিন্ন অফার সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুব কমেন্টেঃ

 

#Daraz_11_11 #kine_nao_shobee #DarazClub #MysteryBoxRejoice #1111Celebration #1111Celebration #daraz #darazbd #kine_nao_shobee #darazbd11_11 #কিনে_নাও_সবই #daraz11_11 #darazbd11_11 #11_11_show #biggestsaleoftheyear #DarazClub #FreeDelivery #biggest_sale_of_the_year #Biggest_Sale_of_the_year #biggestsaleoftheyear #ReviewAndWin #SmartTVRewards #BiggestSale #any3 #nagad #bKash #bkash ift.tt/toGlTFC ift.tt/IPbnkT7

11 views
0 faves
0 comments
Uploaded on November 21, 2023