Back to photostream

দারাজ ১১.১১ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটগরির পণ্যে অবিশ্বাস্য ছাড় আগামীকাল ২২শে নভেম্বর শেষ হতে যাচ্ছে দারাজ ১১.১১ সেল উৎসবের ২০২৩’র ইভেন্ট। বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এবছরের ১১.১১ সেল ক্যাম্পেইনে অভূতপূর্ব সাড়া পেয়েছে। প্রথম দিন অর্থাৎ ১

দারাজ ১১.১১ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটগরির পণ্যে অবিশ্বাস্য ছাড়

 

আগামীকাল ২২শে নভেম্বর শেষ হতে যাচ্ছে দারাজ ১১.১১ সেল উৎসবের ২০২৩’র ইভেন্ট। বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এবছরের ১১.১১ সেল ক্যাম্পেইনে অভূতপূর্ব সাড়া পেয়েছে। প্রথম দিন অর্থাৎ ১১ই নভেম্বর রেকর্ড ১ মিলিয়ন অর্ডার পাওয়া থেকে শুরু করে মাত্র ৪ ঘন্টা ৫০ মিনিটে পণ্য ডেলিভারি দেয়া, ৫৩ হাজার সেলার ও ব্র্যান্ডকে সম্পৃক্ত করা এবং সার্বিকভাবে রেকর্ড সংখ্যক ভিজিটরকে তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসার মতো অনেকগুলো প্রাপ্তি রয়েছে দারাজ এর ঝুলিতে ২০২৩’র ১১.১১ সেল ক্যাম্পেইন থেকে।

 

১১ দিনব্যাপী সেল উৎসবের প্রায় ১০ দিন ইতিমধ্যেই অতিবাহিত হলেও অনলাইন ক্রেতাদের ভিড় এখনও রয়েছে দারাজের ওয়েবসাইটে এবং অ্যাপে। ২৪ ঘন্টার কিছু বেশি সময় বাকী অনলাইন কেনাকাটার সবচেয়ে বড় ও আকর্ষণীয় এই সেল ক্যাম্পেইন শেষ হতে। শেষ দিনকে সামনে রেখে দারাজ এখনও বিভিন্ন ক্যাটাগরির পণ্যে দারুন সব ডিসকাউন্ট ও ডিল অফার করছে। পাশাপাশি মাত্র ৫৯৯ টাকায় যেকোনো ৩টি পণ্য (অ্যানি থ্রি ডিল), বিভিন্ন হট ও মেগা ডিল, ফ্রি ডেলিভারি এবং দারাজ পার্টনারদের (ব্র্যান্ড ও পেমেন্ট পার্টনার) দেয়া বিভিন্ন মূল্যছাড় ও ক্যাশব্যাকতো আছেই।

 

দারাজ ১১.১১ এর এমন চমৎকার সব অফার সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে দেয়া লিঙ্কে ভিজিট করুনঃ

 

#Daraz_11_11 #kine_nao_shobee #DarazClub #MysteryBoxRejoice #1111Celebration #1111Celebration #daraz #darazbd #kine_nao_shobee #darazbd11_11 #কিনে_নাও_সবই #daraz11_11 #darazbd11_11 #11_11_show #biggestsaleoftheyear #DarazClub #FreeDelivery #biggest_sale_of_the_year #Biggest_Sale_of_the_year #biggestsaleoftheyear #ReviewAndWin #SmartTVRewards #BiggestSale #any3 ift.tt/FtqkKhL ift.tt/IPbnkT7

6 views
0 faves
0 comments
Uploaded on November 21, 2023