Back to photostream

অনলাইন কেনাকাটার সবচেয়ে বড় ইভেন্ট ‘দারাজ ১১.১১’ চলছে পুরোদমে অনলাইন ক্রেতাদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে অনলাইন কেনাকাটার সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় সেল ইভেন্ট- দারাজ ১১.১১। গত ১১ই নভেম্বর থেকে শুরু হয়ে এই সেল উৎসব শেষ হবে আগাম

অনলাইন কেনাকাটার সবচেয়ে বড় ইভেন্ট ‘দারাজ ১১.১১’ চলছে পুরোদমে

 

অনলাইন ক্রেতাদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে অনলাইন কেনাকাটার সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় সেল ইভেন্ট- দারাজ ১১.১১। গত ১১ই নভেম্বর থেকে শুরু হয়ে এই সেল উৎসব শেষ হবে আগামী ২২শে নভেম্বর। এবারের ১১.১১ শুরুই হয়ে রেকর্ড সেল দিয়ে। এই প্রথম ১১.১১’র প্রথম দিনেই ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ অর্ডার পড়েছে দারাজ প্ল্যাটফর্মে, যেটা দারাজের জন্যে যেমন এক বিশাল অর্জন তেমনি বাংলাদেশের ই-কমার্সের অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ এক মাইলফলক।

 

ইভেন্টের প্রথম দিনের এমন সাফল্য পরবর্তী দিনগুলোতেও ধরে রেখেছে দারাজ। এখনও প্রতিদিনই দারুন সব ডিলস, ডিসকাউন্ট থাকছে দারাজ ক্রেতাদের জন্য। ফ্ল্যাশ সেলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ মূল্যছাড় যেমন রয়েছে তেমনি আছে দারাজ পার্টনারদের বিভিন্ন অফার এবং বিভিন্ন পণ্যে ফ্রি ডেলিভারি পাবার সুযোগ। এমন আকর্ষণীয় অফারগুলোর একটি হচ্ছেঃ একেবারে জিরো পার্সেন্ট (০%) EMI-তে সহজ কিস্তিতে ৬ মাসের মধ্যে মূল্য পরিশোধে ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচের মতো অপেক্ষাকৃত বেশি মূল্যের পণ্য কেনার সুবর্ণ সুযোগ।

 

দারাজ ১১.১১ এর বিভিন্ন অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন দারাজ বাংলাদেশ-এর অনলাইন প্ল্যাটফর্মে। আপনাদের সুবিধার্থে দারাজ মার্কেটপ্লেসের লিঙ্ক কমেন্টে শেয়ার করা হয়েছে।

 

#Daraz_11_11 #kine_nao_shobee #DarazClub #MysteryBoxRejoice #1111Celebration #1111Celebration #daraz #darazbd #kine_nao_shobee #darazbd11_11 #কিনে_নাও_সবই #daraz11_11 #darazbd11_11 #11_11_show #biggestsaleoftheyear #DarazClub #FreeDelivery #biggest_sale_of_the_year #Biggest_Sale_of_the_year #biggestsaleoftheyear #ReviewAndWin #SmartTVRewards ift.tt/f1DO4vZ ift.tt/GtUpk7V

3 views
0 faves
0 comments
Uploaded on November 17, 2023