Back to photostream

দারাজ ১১.১১ মিস্ট্রি বক্স ডিলস বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজে চলছে ১১.১১ উৎসব। বছরের সবচেয়ে বড় এই সেল উৎসবে যোগ দিয়ে আকর্ষণীয় সব ডিলস উপভোগ করছেন অনলাইন ক্রেতারা। অনলাইন কেনাটাকার বছরের সেরা আকর্ষণ দারাজ ১১.১১ শুরু হয়েছে গতকাল (১১ নভে

দারাজ ১১.১১ মিস্ট্রি বক্স ডিলস

 

বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজে চলছে ১১.১১ উৎসব। বছরের সবচেয়ে বড় এই সেল উৎসবে যোগ দিয়ে আকর্ষণীয় সব ডিলস উপভোগ করছেন অনলাইন ক্রেতারা। অনলাইন কেনাটাকার বছরের সেরা আকর্ষণ দারাজ ১১.১১ শুরু হয়েছে গতকাল (১১ নভেম্বর) এবং চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

 

অনলাইন কেনাকাটার এই ধামাকায় যোগ দিয়ে ক্রেতারা প্রতি ঘন্টাতেই পাচ্ছেন অসাধারণ সব ডিলস। আর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিস্ট্রি বক্স ডিলস। ‘মিস্ট্রি’ মানে বুঝতেই পারছেন এতে রহস্যের গন্ধ রয়েছে। মিস্ট্রি বক্সগুলোতে কি থাকবে সেটা আগে থেকে বলে দেয়া হয় না। আর এখানেই ‘মিস্ট্রি’ নামকরণের স্বার্থকতা।

 

মিস্ট্রি বক্সগুলোর ‘মিস্ট্রি’ উন্মোচন (unveil) করা হয় পূর্বনির্ধারিত নির্দিষ্ট একটি সময়ে। এই বক্সগুলোর মূল্য কখনও হয় ৫৯ টাকা আবার কখনও ৯৯ টাকা। তবে দাম যেটাই হোক সেখানে যে চোখ ধাঁধানো চমৎকার কোন পণ্য অপেক্ষা করে ক্রেতার জন্য সেটা বলাই বাহুল্য।

 

মিস্ট্রি বক্সের মিস্ট্রিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে দেয়া লিঙ্কে ভিজিট করুনঃ

 

#MysteryBoxRejoice #1111Celebration #daraz #darazbd #kine_nao_shobee #darazbd11_11 #কিনে_নাও_সবই #daraz11_11 #11_11_show #biggestsaleoftheyear #DarazClub #FreeDelivery #biggest_sale_of_the_year #Biggest_Sale_of_the_year #Daraz_11_11 ift.tt/vfpa0qe ift.tt/CA90c1t

4 views
0 faves
0 comments
Uploaded on November 12, 2023