Back to photostream

sarat chandra

কথাশিল্পী শরৎচন্দ্র শুধু বিপ্লবের কাহিনীকার ছিলেন না, মনে প্রাণে বিশ্বাস করতেন সশস্ত্র আন্দোলনের মাধ্যমেই আসবে স্বাধীনতা । বেঙ্গল ভলান্টিয়ার্স বা বি ভি দলের সর্বাধিনায়ক প্রখ্যাত বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, কাকোরী ষড়যন্ত্র মামলার আসামী বিপ্লবী শচীন সান্যাল প্রমুখ ছাড়াও বারীন ঘোষ, উপেন বন্দোপাধ্যায়, চারু রায়, অমরেন্দ্র চট্টোপাধ্যায়, বিপিন গাঙ্গুলী প্রমুখ খ্যাতনামা বিপ্লবীদের সঙ্গেও তাঁর যথেষ্ট হৃদ্যতা ছিল। এখানেই শেষ নয়, বহু বিপ্লবীকে অর্থসাহায্য করেছেন তিনি । বিপ্লবী সংগঠনের হাতে তুলে দিয়েছেন অস্ত্র, গুলি, রিভলভার । আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন......লিখছেন স্বপন সেন

বিস্তারিত জানতে/পড়তে ক্লিক করুন লিঙ্কে, লিঙ্ক প্রোফাইল বায়োতে |

61 views
0 faves
0 comments
Uploaded on September 15, 2020