Back to photostream

kali krishna mitra

১৯৮০ সালে শীতকালে কোন একদিন,

স্থান: লালকুঠি পাড়া, সিউড়ি

জাতীয় কংগ্রেসের কোন বিশেষ কার্যক্রমে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় এক নেতা। পথের ধারে একটি বাড়ির সামনে দেখা গেল অশীতিপর এক বৃদ্ধ কে। শীতের সকালে আলোয়ান গায়ে মোড়ায় বসে রোদ পোয়াচ্ছেন।

বিস্মিত বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, কালীকাকা আমি প্রণব। আশীর্বাদ করুন, বলুন কি কাজে লাগতে পারি!

তেজোদীপ্ত গলায় বৃদ্ধ বললেন, তুমি প্রণব মানে কামদা'র ছেলে ? তোমার তো শুনি এখন ভীষণ নামডাক! তা করবে যখন বলছো দুবরাজপুর গার্লস স্কুলটার দিকে একটু নজর দাও। নিজের হাতে একসময় ওখানে ইঁট গেঁথেছিলাম। দেখাশোনার অভাবে ওটা এখন বন্ধ হবার যোগাড় !

পড়ুন এক অজানা দেশপ্রেমিকের কাহিনী স্বপন সেনের কলমে.......টুকরো টুকরো তথ্য থেকে জোড়া দিয়ে লেখা......স্বাধীনতা সংগ্রামী কালীকৃষ্ণ মিত্রর পৌত্র অনির্বাণ মিত্র তথ্য দিয়েছেন......

বিস্তারিত জানতে/পড়তে ক্লিক করুন লিঙ্কে, লিঙ্ক প্রোফাইল বায়োতে |

56 views
0 faves
0 comments
Uploaded on September 11, 2020