Back to photostream

অতিমাত্রায় পাকা আম খেলে কী হয়?

via WordPress www.naturalayurvedaltd.com/food-nutrition/%e0%a6%85%e0%a6...

 

মৌসুমি ফলের মধ্যে আম আমাদের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। তাই আমের মৌসুমে বাজারে কাঁচা ও পাকা দুই ধরনের আমেরই কদর থাকে উচ্চে। বিশেষ করে পাকা আমের প্রতি আমাদের প্রায় সবারই কমবেশি দুর্বলতা দেখা যায়। এ সময় প্রতিদিনই আমরা এ সুস্বাদু ফলটি খেতে পছন্দ করি। কিন্তু জানেন কি, অতিমাত্রায় আম খেলে কী হয়? কী ধরনের শারীরিক ক্ষতি হয়? আসুন জেনে নেওয়া যাক পাকা আম বেশি পরিমাণে খেলে কী হয়।

 

পাকা আমে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি, থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন এ বা বিটা ক্যারোটিন। আবার রয়েছে উচ্চমাত্রার চিনি, কার্বোহাইড্রেড ও গ্লাইসেমিক। পাশাপাশি পাকা আমে ফিনোলিকস জাতীয় উপাদান থাকার কারণে এ ফলটি অ্যান্টি-অক্সিডেন্টেরও ভালো উৎস। কিন্তু এক গবেষণায় চিকিৎসকরা জানিয়েছেন, পাকা আম খাওয়া ভালো, তবে পরিমাণে বেশি নয়। নিচে চিকিৎসকদের সে মতগুলো তুলে ধরা হলো।

 

পাকা আম পরিমাণে বেশি খেলে যা হয়ঃ-

 

* পাকা আমে চিনির পরিমাণ অত্যধিক থাকে বলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ।

* যাদের সুগারের সমস্যা আছে, আম তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে সুগারও বেড়ে যায়।

* পাকা আম অ্যাজমা বাড়িয়ে দেয়।

* কিডনির রোগীদের সংক্রমণ বাড়িয়ে দেয়।

* ওজন বেড়ে যায়।

* রক্তে শর্করার পরিমাণ বাড়ে।

* আমে বিদ্যমান ফিটোকেমিকেল কম্পাউন্ড তথা গ্যালিক অ্যাসিড, ম্যাঙ্গফেরিন, কোয়ার্নেটিন এবং টেনিন বা কষজাতীয় উপাদান শরীরের ক্ষতি করে।

* ডায়েরিয়া হওয়ার সম্ভাবনা থাকে।

* যাদের অ্যালার্জির সমস্যা আছে, তাদের অ্যালার্জির পরিমাণ বাড়িয়ে দেয়।

* চুলকানির মাত্রা বাড়িয়ে দেয়।

* পেটে গ্যাসের সৃষ্টি করে।

* আর্থ্রাইটিস ও সাইনোসাইটিসের রোগীদের রোগকে বাড়িয়ে দেয়।

* হজমে গোলযোগ সৃষ্টি করে।

 

Continue reading অতিমাত্রায় পাকা আম খেলে কী হয়? at Natural Ayurveda LTD – স্বাস্থ্য সেবায় অঙ্গীকারবদ্ধ.

 

1,566 views
1 fave
0 comments
Uploaded on July 18, 2018