Back to photostream

পুরুষাঙ্গ সুদৃঢ় না হওয়া জনিত সমস্যা সৃষ্টির কারন এবং চিকিৎসা

via WordPress www.naturalayurvedaltd.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0...

 

সাধারণত প্রতি ১০ জনে একজন পুরুষ মানুষের সঙ্গমের সময় দ্রুত বীর্যপাত অথবা ইরেক্টাইল ডিসফাংশনের (erectile dysfunction) মত সমস্যা হয় বলে ধারনা করা হয় । বিশেষজ্ঞদের মতেঃ-

 

”কোন পুরুষ যৌনক্রিয়ায় ঠিকভাবে অংশগ্রহণ করতে না পারলে সেটিকে যৌন সমস্যা (Sexual dysfunction) বলা হয় । এর প্রধানতম সমস্যাটি হচ্ছে ঠিকমত ইরেকশন (erection) বা লিঙ্গ সুদৃঢ় না হওয়া । এটি লোকে যা মনে করে তার চেয়ে অনেক বেশি দেখা যায়। ২০-৪০ বছর বয়সী পুরুষদের মধ্যে ৭-৮%, এবং ৪০-৫০ বছর বয়সী পুরুষদের মধ্যে ১১% এই সমস্যায় আক্রান্ত হয়। ষাটোর্ধ পুরুষদের ৪০% এবং ৭০ বছরের বেশি বয়সের পুরুষদের অর্ধেকই এই সমস্যায় ভোগেন।” এটি বিপরিত লিঙ্গের প্রতি আকৃষ্ট, সমকামী, বাই-সেক্সুয়াল বা ট্র্যান্সজেন্ডার যে কারো হতে পারে।”

 

১) ইরেক্টাইল ডিসফাংশন বা ইম্পোটেন্স (Erectile dysfunction (impotence))এই সমস্যাটি হলে পুরুষদের লিঙ্গ সুদৃঢ় হয় না বা হলেও তারা সেটি বেশিক্ষন ধরে রাখতে পারে না । বেশিরভাগ পুরুষেরই জীবনে কখনো না কখনো এই সমস্যাটি হয়। বিশেষজ্ঞদের মতে “এটি তখনই সমস্যা হিসেবে বিবেচনা করা হয় যখন কোন পুরুষ বা তার সঙ্গিনী এটিকে সমস্যা মনে করেন।”

 

ইরেক্টাইল ডিসফাংশন কেন হয়?অনেকগুলো কারণে এটি হতে পারে । এই কারণগুলোর কয়েকটি মানসিক এবং কয়েকটি শারীরিক। মানসিক কারণে (যেমনঃ নাইট নার্ভ (night nerves)) কম বয়সী পুরুষদের এই সমস্যাটি হয়। বেশিরভাগ সময়ই এই সমস্যাটি দীর্ঘস্থায়ী হয় না। তবে অনেক জটিল মানসিক সমস্যার কারনে এটি হতে পারে যার জন্য সাইকোসেক্সুয়াল থেরাপিস্টের সাহায্য নিতে হতে পারে। কর্মক্ষেত্র, টাকাপয়সা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সমস্যা এমনকি ইরেকশন না হওয়া নিয়ে দুশ্চিন্তার কারণেও সমস্যাটি হতে পারে। ইরেক্টাইল ডিসফাংশনের শারীরিক কারণগুলোর মধ্যে রয়েছেঃ-

 

1. হৃদরোগ (heart disease)

 

2. ডায়বেটিস (diabetes)

 

3. রক্তচাপ বেড়ে যাওয়া (raised blood pressure)

 

4. কলেস্টেরল বেড়ে যাওয়া (raised cholesterol): এতে ধমনিগুলো সঙ্কুচিত হয়ে পড়ে। যৌনাঙ্গের ধমনিগুলো এমনিতেই খুব সরু (১-২ মি.মি. ব্যাসার্ধের, যেখানে হৃৎপিণ্ডের ধমনিগুলো ১০ মি.মি.) ব্যাসার্ধের) হয়

 

5. টেসটোস্টেরনের পরিমাণ কমে যাওয়া (low testosterone): পুরুষদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেসটোস্টেরনের পরিমাণ কমতে থাকে, তবে সব পুরুষেরাই এর দ্বারা প্রভাবিত হয় না। যারা এর কারণে সমস্যায় পড়েন তারা ক্লান্ত, আনফিট এবং যৌনক্রিয়ায় অসমর্থ বোধ করবেন এবং এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন।

 

যে সব ড্রাগ বা ঔষধের কারণে ইরেক্টাইল ডিসফাংশন হয়ঃ

কয়েক ধরনের ঔষধ (some prescription drugs):

 

1. এগুলো হচ্ছে রক্তচাপ কমাতে ব্যবহৃত ঔষধ (যেমন বেটা ব্লকার) এবং বিষণ্ণতা দূর করতে ব্যবহৃত ঔষধ (antidepressants) ও অ্যান্টিকনভালস্যান্ট/ খিঁচুনি কমানোর ঔষধ।

 

2. মদ (alcohol)

 

3. গাঁজা ও কোকেইনের মত ড্রাগ

 

4. ধূমপান (smoking): নিকোটিনের কারনে ইরেকশন বা লিঙ্গ সুদৃঢ় হওয়ার সময় পুরুষাঙ্গের বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হয়।

 

ইরেক্টাইল ডিসফাংশন হলে কী করতে পারি?

অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হোন । বয়স্কদের ক্ষেত্রে ইরেক্টাইল ডিসফাংশন অন্যান্য সমস্যার নির্দেশকও হতে পারে । এটি উচ্চ রক্তচাপ, উচ্চ মাত্রার কোলেস্টেরল এবং ডায়বেটিসের সাথে সম্পর্ক যুক্ত । এর যে কোনটি ভবিষ্যতে হৃদরোগ হওয়ার পূর্বলক্ষণ হতে পারে । ডাক্তার আপনার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করবেন ।

 

যৌন অক্ষমতার (impotence) চিকিৎসা কী?প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে, অন্যান্য সকল সাধারন রোগের মতই যৌন সমস্যাও অত্যন্ত স্বাভাবিক একটি সমস্যা, যা নিয়ে নিজের মাঝে নিজে হীনমন্যতায় কিংবা বিষণ্ণতায় ভোগা অথবা অতিরিক্ত বিশেষ দুঃচিন্তা করার কোন প্রয়োজন নেই, কারন আপনার ভিতরকার এই দুর্বলতা আপনার যৌন দুর্বলতাকে আরো বেশি দুর্বল করে দিতে পারে, তাই সর্বপ্রথম নিজের মাঝে নিজে আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন এবং সমস্যা সমাধানে উপযুক্ত সমাধানের দ্বারস্থ হোন ।

 

যৌনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুক্তভোগী পুরুষ ভাইদের উপযুক্ত সমাধান এবং চিকিৎসার মাধ্যমে তাদের পুর্ন যৌন শক্তি এবং সক্ষমতা ফিরিয়ে দিতে সুনামধন্য “ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ” ১২ বছরেরও অধিক সময়কাল যাবত আস্থা এবং সফলতার সঙ্গে নিজেদের অবদান অব্যাহত রেখে চলেছে । রোগ / ক্ষেত্র অনুযায়ী যৌন দুর্বলতার বিভিন্ন সমস্যা সমাধানে “ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ” এর রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরিকৃত বিশ্বমানের ২ টি প্রোডাক্ট, যা রোগ / ক্ষেত্র অনুযায়ী যৌন সমস্যার প্রয়োজনীয় সমাধান দিতে অত্যন্ত কার্যকরী । প্রোডাক্ট দুইটি সম্পর্কে বিস্তারিত জানতে – এখানে ক্লিক করুন

 

 

 

The post পুরুষাঙ্গ সুদৃঢ় না হওয়া জনিত সমস্যা সৃষ্টির কারন এবং চিকিৎসা appeared first on Natural Ayurveda LTD.

 

38,465 views
0 faves
0 comments
Uploaded on March 2, 2018