Back to photostream

জেনে নিন, পুরুষের মেহ/ প্রমেহ/ প্রসাবে ক্ষয়/ ধাতু ক্ষয়জনিত সমস্যার কার্যকরী সমাধানসমূহ

via WordPress www.naturalayurvedaltd.com/health-dieses-solutions/%e0%a6...

 

আমাদের দেশের অধিকাংশ পুরুষের মাঝে যৌনতা বিষয়ক জ্ঞান স্বল্পতা এবং যৌবনকালের শুরুতে নিজ কতৃক বিভিন্ন ভুলত্রুটির ফলে পরবর্তীতে যৌনস্বাস্থ্য জনিত নানাবিধ সমস্যা পরিলক্ষিত হয়ে থাকে, যা মূলত মেহ / প্রমেহ / ধাতুঝরা / ধাতু দুর্বলতা / ধাতুক্ষয় / প্রসাবে ক্ষয় / প্রদর রোগ নামে পরিচিত । উক্ত রোগটি সরাসরি/তৎক্ষণাৎ শরীরের উপর কোন প্রকার প্রভাব তৈরি করে না বিধায় উক্ত রোগটির সৃষ্টি সম্পর্কে আক্রান্ত পুরুষ মানবদেহটি সহজে তেমন কিছু অনুভব ও করতে পারে না, কিন্তু উক্ত রোগটি খুব ধীরে ধীরে শরীরের উপর প্রভাব ফেলে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা সম্পুর্ন নষ্ট করে দেয় ।

 

এক কথায় বলতে গেলে – ইহা নিজে কোন রোগ নয় বরংচ ইহা অন্যান্য অনেক শারীরিক রোগের সৃষ্টিকারী এবং আমাদের দেশে পুরুষ সমাজের অনেকেই উক্ত রোগের ভুক্তভোগী । আর তাই, আজ আমরা আলোচনা করছি – পুরুষ মানবদেহে উক্ত রোগসমূহ সৃষ্টির কারন, লক্ষন এবং শতভাগ কার্যকরী সমাধানসমূহ সহ পুর্ন বিস্তারিত গাইডলাইন ।

 

কারণসমূহ :-

 

আমাদের দেশের পুরুষদের মাঝে উক্ত সমস্যা সৃষ্টির প্রধান এবং অন্যতম কারণই হল যৌবনকালের শুরুতে অধিক পরিমানে হস্তমৈথুন করা । এছাড়া অল্প বয়সে যৌনতা বিষয়ক অধিক বেশী চিন্তা করা, অধিক বেশী পর্ণ দেখা, অতিরিক্ত বেশী যৌন মিলন করা সহ অনিয়ন্ত্রিত এবং অনিরাপদ যৌনাচার উক্ত রোগসমূহ পুরুষ মানবদেহে সৃষ্টির অন্যতম কারন হিসাবে বিবেচিত । পাশাপাশি অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত মানুষিক দুঃশ্চিন্তা, হজমের গন্ডগোল, শারীরিক পুষ্টির অভাব সহ অন্যান্য আরো নানবিধ কারনে উক্ত সমস্যাসমূহ পুরুষ মানবদেহে সৃষ্টি হতে পারে ।

 

লক্ষণসমূহ :-

 

* উক্ত রোগে আক্রান্ত রোগীর শুক্র অত্যন্ত তরল হয়।

 

* রোগী ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং শক্তিহীন ভাব প্রকাশ পেতে থাকে।

 

* দেহের এবং চেহারার সৌন্দর্য নষ্ট হয়, চেহারার লাবণ্যতা কমে যায়, মুখ মলিন এবং চক্ষু কোঠরাগত হয়ে পরে।

 

* দেহে প্রয়োজনীয় প্রোটিন এবং ভিটামিনের প্রবল অভাব পরিলক্ষিত।

 

* রোগীর জীবনীশক্তি দুর্বল হয়ে পড়ে এবং নানা প্রকার রোগে অতি সহজেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

 

* দেহে যৌন হরমোন বা পিটুইটারি এড্রিনাল প্রভৃতি গ্রন্থির হরমোন কম নিঃসৃত হয়, যার ফলে দেহে যৌন ক্ষমতা কমে যায় এবং শুক্র ধীরে ধীরে পাতলা হতে থাকে।

 

* দৈহিক এবং মানসিক দুর্বলতা বৃদ্ধি পায়, মাথা ঘোরে, বুক ধড় ফড় করে, মাথার যন্ত্রণা দেখা যায়।

 

* আক্রান্ত ব্যক্তি সর্বদাই অস্থির বোধ করে, বসা থেকে উঠলেই মাথা ঘোরে এবং চোখে অন্ধকার দেখে, ক্ষুধাহীনতার ভাব দেখা দেয়।

 

* পেনিস বা জননেদ্রীয় দুর্বল হয়ে যায়।

 

* প্রসাবের আগে-পরে আঠালো জাতীয় ধাতু নির্গত হয়।

 

* সমস্যা ধীরে ধীরে কঠিন আকার ধারণ করলে সামান্য উত্তেজনায় শুক্রপাত হয়, স্ত্রীলোক দর্শনে বা স্পর্শে শুক্রপাত ঘটে এমনকি মনের চাঞ্চল্যেও শুক্রপাত হয়।

 

* পায়খানার সময় কুন্থন দিলে শুক্রপাত হয়।

 

* স্মরণশক্তি কমে যায় এবং বুদ্ধিবৃত্তি লোপ পায়।

 

সমাধান/চিকিৎসা –

 

পুরুষ মানবদেহের জন্য ক্ষয়জনিত সমস্যাসমূহ অত্যন্ত মারাত্মক হিসাবে বিবেচিত, বিশেষ করে আমাদের দেশের তরুন সমাজ এই সকল সমস্যাসমূহের অধিক বেশী ভুক্তভোগী হয়ে থাকে, যা পরবর্তীতে তাদের শারীরিক এবং মানসিক ভাবে দুর্বলতা সৃষ্টি সহ দাম্পত্য জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে ।

 

আর তাই, আমাদের সমাজের যে সকল পুরুষ ভাইয়েরা উক্ত সমস্যায় ভুক্তভোগী, তাদের উপযুক্ত সমাধানের মাধ্যম হিসাবে সুনামধন্য “ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ” এর রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত আয়ুর্বেদিক ফর্মুলা অনুসারে তৈরিকৃত ‘ন্যাচারাল কিউর প্লাস’, যা সেবনে প্রসাবে ক্ষয় / ধাতু ক্ষয় / ধাতু দুর্বলতা / ধাতুঝরা তথা মানবদেহের যাবতীয় ক্ষয়জনিত সমস্যাসমূহের প্রয়োজনীয় সমাধানের মাধ্যমে শারীরিক এবং মানসিক ভাবে শতভাগ সুস্থতা ফিরিয়ে দিতে অত্যন্ত কার্যকরী ।

 

একনজরে ‘ন্যাচারাল কিউর প্লাস’ সম্পর্কে বিস্তারিত :-

 

নাম :- ‘ন্যাচারাল কিউর প্লাস’

 

ব্যাবহৃত উপাদান – সম্পুর্ন প্রাকৃতিক এবং ভেষজ উপাদান ।

 

প্রস্তুতক্রিয়া – আয়ুর্বেদিক ফর্মুলা অনুসারে প্রস্তুতকৃত ।

 

সেবনকাল :- ৮০-৯০ দিন

 

প্রয়োজনীয়তা :- ১ কোর্স ।

 

ক্রিয়া :- প্রসাবে ক্ষয় বন্ধকরন, ফোটা ফোটা প্রসাব ও প্রসাবের আগে-পরে ধাতুক্ষয় বন্ধকরন, অল্প উত্তেজনায় লিঙ্গের মাথায় আঠালো পদার্থের আগমন বন্ধকরন, ধাতুঝরা প্রশমন করে, দ্রুত বীর্যপাত রোধ করে, ধাতু দুর্বলতা দূর করে, বাথরুমে কুন্থন দিলে প্রসাবের রাস্তায় ধাতু বের হওয়া বন্ধকরণ, শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ সমূহের কার্যক্ষমতা বৃদ্ধি করে, প্রফুল্লকারক,বলকারক, রোগ প্রতিরোধ শক্তি বর্ধক ।

 

পার্শ্বপ্রতিক্রিয়া :- সম্পূর্ণ পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত ।

 

অন্যান্য – উক্ত প্রোডাক্ট সেবনকালে মাত্রাতিরিক্ত মানুষিক চাপ, অতিরিক্ত যৌনচিন্তা পরিহার, অতিরিক্ত উষ্ণ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকা সহ স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখাটাই শ্রেয় ।

 

উক্ত প্রোডাক্টটির মূল্য :-

 

পুরুষ মানবদেহের যাবতীয় ক্ষয়জনিত সমস্যা দূর করে শারীরিক অঙ্গসমূহের শক্তি বর্ধক এবং যৌনস্বাস্থ্য বিষয়ক উন্নতিতে অত্যন্ত কার্যকরী “ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ” এর ‘ন্যাচারাল কিউর প্লাস’ প্রোডাক্টটির মূল্যমান – মাত্র ৩৫০০ টাকা ।

 

অর্ডার এবং যোগাযোগের উপায় :-

 

আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে খুব সহজেই “ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ” এর প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন । প্রোডাক্টের অর্ডার নিশ্চিত করতে ( আপনার নাম + প্রোডাক্টের নাম + আপনার ঠিকানা + আপনার মোবাইল নাম্বার ) সংবলিত বার্তা পাঠিয়ে দিন আমাদের কাছে, পরবর্তীতে আমরাই আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করব আপনার নিকটে । অর্ডার নিশ্চিতকরন করতে নেই কোন প্রকার অগ্রিম পেমেন্টের ঝামেলা, অর্থাৎ ”ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ” দিচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে পূর্ণ টাকা পরিশোধ করার সু-ব্যাবস্থা ।

 

ফেসবুকের মাধ্যমে অর্ডার নিশ্চিতকরণ বার্তা পাঠাতে – এখানে ক্লিক করুন

 

ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ অভিজ্ঞ ( আয়ুর্বেদিক ) ডাক্তারগনের সাথে সরাসরি আলোচনা করতে ফোন করুন উক্ত নাম্বারে – ০১৯৫৪৫০২১৭০ / 01954502170 ( সকাল ১১ – রাত ৯ টা )

 

সরাসরি সাক্ষাৎ এর প্রয়োজনে – শেখপাড়া, ভালুকা, গাজীপুর, ঢাকা ( গুগোল ম্যাপে ডায়রেকশন দেখুন )

 

আমাদের প্রোডাক্টগুলোর কার্যকারিতা এবং নিশ্চয়তা

 

আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা গবেষণালব্ধ বৈজ্ঞানিক উপায়ে প্রস্তুতকৃত, আর উক্ত কারনেই আমরা আমাদের প্রোডাক্টের গুনগত মান এবং কার্যকারিতা প্রদানের ব্যাপারে রাখতে পারি শতভাগ আস্থা এবং আপনাদের দিতে পারি উপযুক্ত ফলফাল প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা । আমাদের প্রোডাক্টগুলোতে ব্যাবহৃত কাঁচামাল এবং উপাদানসমূহ সম্পূর্ণ আমাদের নিজস্ব মাধ্যম দ্বারাই সংগ্রহকৃত, আর পরবর্তীতে উক্ত সংগ্রহকৃত উপাদানগুলোর ক্ষেত্র অনুযায়ী উপযুক্ত ব্যাবহার এবং গুনগত মান বজায় রেখে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আয়ুর্বেদিক ফর্মুলা অনুসরন করে পূর্ণ প্রস্তুতকরন প্রকিয়া সম্পন্ন করে ভোক্তা ও অধিকার আইনের ২(১৯)(খ) এর ধারা বলে ব্যাবহারকারীকে ভোগ করতে দেয়া হয় । সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান এর ব্যাবহার এবং উপযুক্ত নিয়ম অনুসরন দ্বারা তৈরিকৃত বিধায় আমাদের প্রোডাক্টগুলোতে কোন প্রকার পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বলে আমরা উল্লেখ করতে পারি ।

 

আমাদের কিছু কথা :-

 

”ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ” বিগত ১২ বছরেরও অধিক সময় যাবত আস্থা এবং সফলতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ভেষজ উপাদান নিয়ে গবেষণা কাজে নিজেদের অপরিসীম অবদান রাখছে, আর সুদীর্ঘ এই পথ চলার মাঝে আমরা অর্জন করেছি লাখো অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীর অজস্র ভালোবাসা এবং বিশ্বাস, যা আমাদের উপহার দিয়েছে আয়ুর্বেদিক জগতের শীর্ষত্ব । আমরা আমাদের শীর্ষত্ব ধরে রাখতে এবং আপনাদের নিকট থেকে প্রাপ্ত ভালোবাসা এবং বন্ধনে জড়িয়ে থাকতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ।

 

Continue reading জেনে নিন, পুরুষের মেহ/ প্রমেহ/ প্রসাবে ক্ষয়/ ধাতু ক্ষয়জনিত সমস্যার কার্যকরী সমাধানসমূহ at Natural Ayurveda LTD – স্বাস্থ্য সেবায় অঙ্গীকারবদ্ধ.

 

3,081 views
0 faves
0 comments
Uploaded on July 9, 2018