Back to photostream

Palindrome ft. Ambigram - কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী

ছবিতে " কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী " বাক্যটি উল্টোভাবে ( Backward) পড়লেও একই বাক্য হবে। আবার ১৮০ ডিগ্রি ঘুরালেই একই বাক্য হবে।

 

কিছুদিন বাংলা প্যালিনড্রোম নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দাদাঠাকুর ( শরৎচন্দ্র পন্ডিত) এর কিছু অদ্ভুদ সুন্দর প্যালিনড্রোম পেলাম। তিনি অনেক প্যালিনড্রোম বাক্য রচনা করেছেন। প্যালিনড্রোম শব্দ বের করতেই যেখানে হিমশিম খাওয়ার যোগাড় সেখানে একটা গোটা প্যালিনড্রোম বাক্য! দাদাঠাকুর অনেক কাব্য ও রচনা করেছেন যার পুরোটাই প্যালিনড্রোম। তার সৃষ্ট অমর প্যালিনড্রোম -

...

“রাধা নাচে অচেনা ধারা

রাজন্যগণ তরঙ্গরত, নগণ্য জরা

কীলক-সঙ্গ নয়নঙ্গ সকল কী?

কীর্তন মঞ্চ ‘পরে পঞ্চম নর্তকী”

 

কবিতাটির প্রতিটা লাইন এক একটা প্যালিনড্রোম। আর শেষ লাইনটি অনেকেরই জানা। অন্যতম কঠিন প্যালিনড্রোমিক বাক্য বাংলাতে।

 

তারই ধারবাহিকতায় প্যালিনড্রোম ft. অ্যামবিগ্রাম সিরিজের অন্যতম কাজ এই জটিল প্যালিনড্রোমিক বাক্যটাই।

 

ছবিতে রোটেশনাল প্যালিন্ড্রোমিক অ্যামবিগ্রাম - " কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী "

660 views
0 faves
0 comments
Uploaded on October 7, 2018