Back to photostream

Lion Salam Mahmud

বর্ণাঢ্য আয়োজনে ৫ অক্টোবর ট্রাব অ্যাওয়ার্ড প্রদান

 

টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আগামী ৫ অক্টোবর শনিবার বিকাল ৫টায় হোটেল রূপসী বাংলায় (হোটেল শেরাটন) বর্ণাঢ্য আয়োজনে ট্রাব অ্যাওয়ার্ড ২০১২ প্রদান করবে। টেলিভিশন, চলচ্চিত্র, সংগীত, মঞ্চ, নাটক যাত্রা নৃত্য ও সাংবাদিকতা বিভাগে শ্রেষ্ঠত্বের বিচারে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বিচারকর্মকে সুষ্ঠু ও জবাবদিহিতা মূলক করতে বিচারক সমন্বয়ে জুরিবোর্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্ঠদের থেকে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের প্রিন্ট, নাটক ও বিজ্ঞাপন চিত্রের সিডি, অডিও সিডি, সাংবাদিকদের লেখার আহবান করা হয়েছে। শীঘ্রই বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্র জুরিবোর্ড ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দেখবেন। ট্রাব এর প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকার, অনুষ্ঠান উৎযাপন কমিটির চেয়ারম্যান রফিকুজ্জামান এবং ট্রাব সভাপতি লায়ন সালাম মাহমুদ জানান বরাবর ট্রাব অ্যাওয়ার্ড অনুষ্ঠান বর্ণাঢ্য ভাবে আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠান আরও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী বৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন ও পারফর্ম করবেন। অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

 

ধন্যবাদান্তে

 

 

রেদুয়ান খন্দকার রফিকুজ্জামান শপথ চৌধুরী লায়ন সালাম মাহমুদ

প্রধান উপদেষ্টা চেয়ারম্যান সদস্য সচিব সভাপতি ০১৭১১০০৫২০৬ উৎসব উদ্যাপন কমিটিউৎসব উদ্যাপন কমিটি ০১১৯৯৪৯৩৫০৭

 

 

333 views
0 faves
0 comments
Uploaded on August 22, 2013
Taken on August 22, 2013