ছোটবেলা থেকেই সুন্দর কোনকিছু দেখলে ছবি তুলার ইচ্ছা করত। মনে হতো এই মুহুর্ত টা তো জীবনে আর কখনো ফিরে পাব না। ছবির ফ্রেমে আটকে রাখতে চাইতাম সেই সময়টাকে। আমি পরিবারের ছোট ছেলে। বিধায় বাসায় প্রথম আসা ফিল্মের ক্যামেরার উপর আমার আধিপত্য ছিল অতি নগণ্য। : ( বড় ভাইয়ের হাতে ক্যামেরার ক্লিক ক্লিক দেখে আমারও লোভ হতো ছবি তোলার। সেই তখন থেকেই ছবি তোলার প্রতি ছিল অসীম আগ্রহ। বড় হওয়ার সাথে সাথে সেই ইচ্ছেটা গুনিতক হারে বেড়েছে। আমার কাছে এক একটা ছবি এক একটি গল্পর মতন। গল্প বলার সব চেয়ে সহজ উপায় মনে হয় এক গুচ্ছ ছবি। আমারও মন চায় খুব সাজিয়ে গুছিয়ে উপমা দিয়ে রাঙ্গিয়ে গল্প বলি। তবে যাই হউক আজ পর্যন্ত বলতে গেলে তেমন কোনো ছবিই তুলতে পারি নি যেটা দেখে " কেয়া বাত কেয়া বাত, বহুত খুবসুরত" বলা যায়। কেন পারি নি ? সমস্যা একটা খুজে বের করে ফেলেছি নিজেই :D, " a litle learning is a dangerous thing" আসলে ছবি তোলা নিয়ে তেমন কোনো কিছুই আমি জানি না। তাই যেমন ভাবা তেমন কাজ। চলে এলাম এখানে, অনেক কিছু শিখব বলে।

Read more
  • JoinedJuly 2012
  • Occupationstudent
  • Hometownsylhet
  • Current citydhaka
  • Countrybangladesh
View all

Photos of Shuvajit Das

Testimonials

Nothing to show.