Blogger, Social Media Enthusiast, Translator, Wannabe Photographer
আমি পছন্দ করি ঘুরে বেড়াতে আর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে। এতদিন ছবি তুলেছি গতবাঁধা পর্যটকের মত। "একটি ছবি হাজারো কথা বলতে পারে" - ছবির মাধ্যমে যে গল্প বলা যায় সেটি নতুন করে আবিস্কার করছি। সে লক্ষ্যেই এ নিয়ে পড়াশোনা ও চর্চা শুরু করেছি।