Man is blessed with two eyes.

But some of us are more blessed than that. We do have another one.

Camera..

It's the eye...of our mind and soul..

 

আমি ছবি তুলি নেশার বশে। ভার্সিটি লেভেলে উঠে মানুষের নেশা উঠে। কারো নেশা উঠে প্রেমের। কারো কবিতাচর্চার। কারো বা আড্ডাবাজির। কারো সিগারেটের। আমার হইসে ছবি তোলার। স্টেথোস্কোপে হার্টবিটের সাউন্ড যেমন নেশা ধরায় আমার, তেমন ধরায় ক্যমেরার শাটারের সাউন্ড। এজন্য মেডিকেলের পড়ালেখার ফাঁকে ফাঁকে আমি যখনই সময় পাই, ছবি তুলি। আড্ডায় তুলি। বেড়াতে গেলে তুলি। বৃষ্টিতে ভিজলে তুলি। খেতে বসলেও তুলি। ক্লোজ ফ্রেন্ডরা জানে, আমি কীভাবে নেশাখোরের মত ছবি তুলি। সামনে সামনে গালি দেয় ঠিক। কিন্তু, মনে মনে ঠিকই উৎসাহ দেয়। পরিচিত-অপরিচিত কেউ এসে ছবি তুলে দিতে বললে, কখনো না করিনা । হাতে টাইম, কার্ডে মেমরি, ব্যাটারিতে চার্জ- এই তিনটা থাকলে আমার ছবি তুলতে কোন আপত্তি নাই।

 

আমি দিনের একটা অংশ বসে বসে ছবি দেখি নেটে। এভাবেই টুকটাক যা শেখা। এক একজনের এক একটা ছবি দেখি, আর হা হইয়া থাকি। মানুষ এত ভাল ছবি তুলে! কেমনে তুলে!! এরা খায় কি!!!

 

আমি কোন সেলেব্রিটি না। তেমন ভালো কোন গিয়ার নাই। আমার পিছে কোন ফটোগ্রাফিক সোসাইটির তকমা নাই। বড় কোন গ্রুপের সাথেও যুক্ত না। আর এমন অফুরন্ত টাইমও পাইনা যে, যুক্ত হব। কোন ক্লোজ বড় ভাই নাই যে, পিঠ চাপড়াইয়া বলবে, “আবীর তোর তোলা হইতেছে না। এভাবে তোল, ওভাবে তোল।” কেউ কিছু বলে না। কাউকে তোলা ছবি দেখাইতেও পারিনা। কেউ দেখেও না। পরিচিত ফটোগ্রাফার ফ্রেন্ডদের সাথেও টাইমে মিলে না দেখে যাওয়া হয়না একসাথে ছবি তুলতে। আর সবাই যে তুলতে ডাকে, তাও না।

 

আমি একলা একলাই মাঝে মাঝে ফটোওয়াকে বের হই। পিছে ব্যাকপ্যাকে ক্যামেরাটা থাকে অলওয়েজ। পুরান ঢাকায় ঘুরি, ঘুরি বুয়েটে, ঢাবিতে, শিশুপার্কে, বাসাবোতে, কমলাপুরে, লালবাগে, বিসিতে, বরিশালে লঞ্চঘাটে, বড়বাজারে, পোর্টরোডে, তিরিশ গোডাউনে- এখানে সেখানে। আর কোথাও বের না হলে, বাসায় সেট সাজায়া ছবি তুলি। তাও ছবি তুলি। তুলতেই থাকি। নিয়ম বুঝিনা। কম্পজিশন বুঝি না। কোনটা ট্র্যান্ড, কোনটা না- বুঝিনা। শুধু ছবি তুলি। তুলেই যাই। আমার ছবি তোলাতেই মজা।

 

এ মজা প্রেমে পাওয়া যায় কিনা জানিনা। বোধহয় যায়না।

এ মজা Coldplay এর ট্র্যাকেও পাই না।

আড্ডার হাসিতেও না। সিগারেটের ধোঁয়াতেও না।

 

Abir Shaqran MahmoodCreate Your Badge

 

Poet of the Fall (ছবিকর) - View my most interesting photos on Flickriver

Read more
  • JoinedJuly 2011
  • OccupationMedical Student
  • HometownCox's Bazar
  • Current cityDhaka
  • CountryBangladesh
View all

Photos of Abir Shaqran Mahmood

Testimonials

Nothing to show.