Mosharraf Hossain Archive
Drag to set position!
এটি মোশাররফ হোসেনের স্মৃতির প্রতি নিবেদিত ছবিসংগ্রহ।
মোশাররফ হোসেন যশোর জেলা আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক (১৯৬৬), সহ-সভাপতি (১৯৭০) ও পরে ভারপ্রাপ্ত সভাপতি (১৯৭১) ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে যশোর সদর আসন থেকে তিনি প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল - জাসদের (JaSoD) সহ-সভাপতির পদ গ্রহণ করেন। তার আগে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
১৯৭১ সালের এপ্রিল মাসের শুরুতেই নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মোশাররফ হোসেন ভারতীয় সহযোগিতা- সমর্থন নিশ্চিত করতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন। তাঁর সেই কর্মতৎপরতা ত্বরান্বিত করে ভারতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যার ফলে শরণার্থীদের জন্য দ্রুতই খুলে দেয়া হয় সীমান্ত। মুক্তিযুদ্ধের সংগঠক মোশাররফ হোসেন যেমন নিবেদিত ছিলেন যুদ্ধপূর্ব রাজনৈতিক সংগ্রামে, তেমন নিবেদিত ছিলেন সশস্ত্র সংগ্রামে। তিনি সেই বিরলপ্রজ বাবা যিনি সংগ্রামে সহযোদ্ধা হিসেবে পাশে নিয়েছেন নিজের তিন কন্যা সাথী, বীথি, ইতিকে।
যশোরে ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন হয়ে ৭১-এর মুক্তিযুদ্ধের মত সব ঘটনা প্রবাহে সামনের সারির নেতা মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল উদাহরণ যিনি নিজের দল ক্ষমতায় থাকা সত্ত্বেও দল ও সংসদ সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাররফ হোসেন ১৯৭২ সালে সহ-সভাপতি হন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) -এর।
১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকবার্তায় বলা হয়- "আমাদের মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।" আর যোগাযোগমন্ত্রী এম. মনসুর আলীর শোকবার্তায় লেখা হয়- "তাঁর মৃত্যুতে আমি একজন ব্যক্তিগত বন্ধু ও একজন দেশপ্রেমিককে হারালাম।" বিস্তারিত- fb.com/MosharrafHossainJessore
পুনশ্চঃ যেসব ছবি রয়েছে তার বেশিরভাগই যশোরের ফটোসাংবাদিক মোঃ সফির তোলা। পারিবারিক এ্যালবাম ছাড়াও কিছু ছবি নেয়া হয়েছে গণকন্ঠ পত্রিকা থেকে। তাজউদ্দিন আহমদের সাথে মোশাররফের ছবিটি তুলেছেন কুষ্টিয়ার আব্দুল হামিদ রায়হান। তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
Showcase
- JoinedOctober 2017
- HometownJessore
- Current cityJessore
- CountryBangladesh
Most popular photos
Testimonials
Nothing to show.