আমাদের লক্ষ্য দেশে এবং বিদেশে, সর্বস্তরের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া। medicalbd.info
আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নীচে বাস করে। দরিদ্রতার কারণে তাদের রয়েছে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার ঘাটতি। এই ঘাটতি পূরণে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাদেরও এগিয়ে আসা জরুরী। সরকারের একার পক্ষে সারাদেশের সমস্যা সামাধান করা সম্ভব নয়। আমাদের লক্ষ্য হচ্ছে, এই দরিদ্র মানুষেরগুলোর পাশে দাঁড়িয়ে সরকারের সাথে এক যোগে এই সমস্যা সামাধানে কাজ করা। তারই ধারাবাহিকতায় আমাদের সকলের প্রিয় ডিপিআরসি লিঃ এর চেয়ারম্যান ডা. মোঃ সফিউল্যাহ্ প্রধান “ডিপিআরসি মিডিয়ার” আওতায় মেডিকেল বিডি সাইট টি তৈরী করেন। তার সূদুর পরিকল্পনার এটি একটি অংশ মাত্র। দেশের মানুষকে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে এই সাইটটিতে কাজ করে যাচ্ছে দেশের স্বনামধন্য ডাক্তারগণ। আর্তমানবতার সেবায় ২৪ ঘন্টা ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদান। ইন্টারনেট ভিত্তিক প্রশ্নাত্তর প্রদানের পাশাপাশি বিভিন্ন রোগ বালাই সম্পর্কে প্রাথমিক ধারণা ও সচেতনতা মূলক বাণী প্রদান করা আমাদের অঙ্গীকার। আর্তমানবতার সেবায় সারাদেশের ডাক্তার বৃন্দগণ এগিয়ে এসে আমাদের সাথে এক যোগে কাজ করার জন্য অনুরোধ করা হল।
ডা: মো: রহমত উল্লাহ শুভ
- JoinedMarch 2019
- OccupationMedicalbd
- HometownDhaka
- Current cityDhaka
- CountryBangladesh
- Websitehttps://medicalbd.info
Testimonials
Nothing to show.